ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে মারামারি, বহিষ্কার ৪

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নোয়াখালী
প্রকাশিত: ০৭:১৬ পিএম, ২৬ এপ্রিল ২০১৮
ছবি-ফাইল

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ২০১৫-১৬ শিক্ষাবর্ষের কৃষি বিভাগের চার শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

বহিষ্কৃতরা হলেন- মিটুল কুমার কুন্ডু, মো. রায়হান হোসেন, মো. আবদুর রহিম সিয়াম ও মো. সাজিদ হাসান। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা ইফতেখার হোসাইন জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বৃহস্পতিবার দুপুরে ফেসবুকের একটি স্ট্যাটাসকে কেন্দ্র করে ওই চার শিক্ষার্থীর নেতৃত্বে দুই গ্রুপে বিভক্ত হয়ে মারামারি, হলের কক্ষ ভাঙচুর এবং বিশ্ববিদ্যালয়ে অস্থিতিশীল পরিবেশের সৃষ্টি করা হয়। এ সময় তারা চাপাতিসহ ভারি অস্ত্র ব্যবহার করে অনেক শিক্ষার্থীকে আহত করে।

এই অপরাধের সঙ্গে জড়িত থাকার কারণে চার শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কার ও অবাঞ্ছিত ঘোষণা করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

মিজানুর রহমান/এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।