জাবিতে অত্যাধুনিক ‘নিউক্লিয়ার ম্যাগনেটিক রেসোন্যান্স’মেশিন স্থাপন

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক জাবি
প্রকাশিত: ০৬:৩১ পিএম, ২৬ এপ্রিল ২০১৮

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ওয়াজেদ মিয়া বিজ্ঞান গবেষণা কেন্দ্রে ‘নিউক্লিয়ার ম্যাগনেটিক রেসোন্যান্স’ মেশিন স্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার এক কর্মশালার মাধ্যমে এ মেশিন উদ্বোধন করেন প্রধান অতিথি উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম।

উদ্বোধনী বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম বলেন, বিশ্বের অত্যাধুনিক ও ব্যয়বহুল এ মেশিন স্থাপনের ফলে বিজ্ঞান গবেষণা উন্নয়নে বিশেষ সুযোগ বৃদ্ধি হয়েছে। ওয়াজেদ মিয়া বিজ্ঞান গবেষণা কেন্দ্রে শিক্ষা ও গবেষণার যেসব মেশিন ও যন্ত্রপাতি আছে, সে সম্পর্কে প্রচার ও প্রচারণা বৃদ্ধি করতে হবে।

তিনি বলেন, এ মেশিন স্থাপনের ফলে গবেষণা কর্মের ফলাফল জানার জন্য তত্ত্ব-উপাত্ত বিদেশে পাঠানোর প্রয়োজন হবে না। বাংলাদেশ সরকার ও বিশ্ব ব্যাংকের আর্থিক সহায়তায় এ মেশিন স্থাপন বিশ্ববিদ্যালয়ের জন্য সুনাম ও গৌরব বয়ে আনবে। তিনি গবেষকদের মানব কল্যাণে নিরলস গবেষণা করার আহ্বান জানান।

গবেষণা কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. মো. খবির উদ্দিনের সভাপতিত্বে কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অধ্যাপক ড. শফি মুহাম্মদ তারেক। এতে আরও বক্তব্য রাখেন প্রাক্তন উপাচার্য অধ্যাপক ড. শরীফ এনামুল কবির, প্রাক্তন উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মুনিরুজ্জামান, প্রাক্তন প্রো-উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক শেখ মো. মনজুরুল হক প্রমুখ।

কর্মশালায় গাণিতিক ও পদার্থবিষয়ক অনুষদ এবং জীববিজ্ঞান অনুষদভুক্ত বিভিন্ন বিভাগের সভাপতি ও শিক্ষকগণ অংশগ্রহণ করেন।

হাফিজুর রহমান/আরএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।