চাঁদাবাজদের হামলায় শাবি কর্মকর্তা আহত

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক শাবি
প্রকাশিত: ০৯:৫৮ এএম, ২৬ এপ্রিল ২০১৮

চাঁদাবাজদের হামলায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিভাগের এক কর্মকর্তা আহত হয়েছেন। আহত কর্মকর্তার নাম মো. আবুল কাশেম। বর্তমানে তিনি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে ভর্তি আছেন।

সূত্রে জানা যায়, বুধবার বিকেল ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের নিকটস্থ ধামালী পাড়া এলাকায় নিজ বাসভবনের সামনের এলাকার কিছু বখাটে চাঁদা দাবি করে না পাওয়ায় তার উপর হামলা চালায়।

ভিকটিম আবুল কাশেম বলেন, কয়েকদিন ধরেই এলাকার কিছু বখাটে আমার কাছে টাকা চাচ্ছিল। টাকা দিতে অস্বীকৃতি জানানোয় দেশীয় অস্ত্র নিয়ে এলাকার আনোয়ার, সায়েফ, রাজনসহ কয়েকজন এসে আমার উপর হামলা চালায়।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর জহির উদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, আমরা ঘটনাটি পুলিশকে অবহিত করে সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছি।

জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, ভিকটিমের অভিযোগের প্রেক্ষিতে মামলা গ্রহণ করা হবে। ইতোমধ্যে আমারা চাঁদাবাজদের ধরতে এলাকায় অভিযান চালিয়েছি। তবে এখনো কাউকে আটক করা যায়নি।

আব্দুল্লাহ/এফএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।