উপাচার্যের সামনে প্রতিবাদী চার ছাত্রী

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক ঢাকা বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ১১:৪৬ পিএম, ২০ এপ্রিল ২০১৮

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান শুক্রবার সন্ধ্যায় গিয়েছিলেন বিশ্ববিদ্যালয়টির রোকেয়া হলে। সেখানে ২০১২-২০১৩ সেশনের র‌্যাগ ডে উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি ছিলেন। অনুষ্ঠান শেষে উপাচার্য হল থেকে বের হচ্ছিলেন। পথে হল অডিটরিয়ামের সামনে আগে থেকেই দাঁড়িয়েছিলেন চার ছাত্রী। তাদের প্রত্যেকের হাতে একটি করে প্ল্যাকার্ড।

যাতে লেখা ছিল- ‘সুফিয়া কামাল হলের মেয়েদের বের করে দেয়া হলো কেন’, ‘রাতের আঁধারে হামলা কেন’, ‘ক্যাম্পাস কোনো গ্যাস চেম্বার নয়’, ‘পুলিশমুক্ত ক্যাম্পাস চাই’।

এই চার ছাত্রী মুখে উচ্চারণ করে উপাচার্যের কাছে কিছুই বললেন না। নীরবে দাঁড়িয়ে রইলেন। আর উপাচার্যের দৃষ্টি আকর্ষণ করলেন। এমনই মৌন প্রতিবাদ জানালেন তারা।

প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে তারা এই প্রতিবাদ জানান। এ সময় উপাচার্যের সঙ্গে রোকেয়া হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. জিনাত হুদাও ছিলেন।

মৌন প্রতিবাদকারী এই চার ছাত্রী হলেন, বিশ্ববিদ্যালয়ের উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের চতুর্থবর্ষের ছাত্রী জয়ন্তী রেজা ও আফরিন শাফি, ইতিহাস বিভাগের তানজীলা তানজি এবং ডিজাস্টার ম্যানেজমেন্ট বিভাগের দিপ্তি।

জানতে চাইলে প্রতিবাদী ছাত্রী জয়ন্তী রেজা বলেন, সুফিয়া কামাল হলের মেয়েদের অন্যায়ভাবে গভীর রাতে বের করে দিয়েছেন হল কর্তৃপক্ষ। এ ছাড়া সম্প্রতি ক্যাম্পাসে শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলার ঘটনার প্রতিবাদ করেছি।

এমএইচ/জেডএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।