জাবিতে চিরকুটের আয়োজনে বর্ষা বন্দনা


প্রকাশিত: ১০:৩৩ এএম, ২৮ জুলাই ২০১৫

`বৃষ্টির ফোটায় ছড়িয়ে পড়ুক কবিতা` এই উপপাদ্যকে ধারণ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘বর্ষায় কথা ও কবিতা’ শিরোনামে অনুষ্ঠিত হতে যাচ্ছে ২৫তম চিরকুট সাহিত্য আড্ডা। বিশ্ববিদ্যালয়ের একমাত্র সাহিত্য সংগঠন ‘চিরকুট’ এর আয়োজনে এই অনুষ্ঠানে খ্যাতনামা প্রবীণ নবীণ কবিরা উন্মুক্ত কবিতা পাঠ করবেন।

২৯ জুলাই বুধবার বিকেল ৫টায় বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়া চত্ত্বরে আসরটি অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে কবিতা পাঠ ও আবৃত্তি সম্পর্কে আলোচনা করবেন কবি খালেদ হোসাইন।
poet

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত থাকবেন- কবি রায়হান রাইন, আবু দায়েন, হিমেল বরকত, সুমন সাজ্জাদ, সালাম সাকলাইন, তারেক রেজা, রীলকে রশীদ, শামীমা সুলতানা এবং আনিসা পারভীন জলি প্রমুখ।

হাফিজুর রহমান/আরএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।