৫০ শতাংশ ছাড়ে গ্রিন ইউনিভার্সিটিতে ভর্তি মেলা শুরু

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৮:২২ পিএম, ১২ এপ্রিল ২০১৮

ভর্তি ফিতে ৫০ শতাংশ ছাড় দিয়ে সামার সেমিস্টারের ‘ভর্তি মেলা’ শুরু করেছে গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশ। ১২ এপ্রিল বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এই মেলা চলবে ২০ এপ্রিল পর্যন্ত। বিশ্ববিদ্যালয়টির জনসংযোগ কর্মকর্তা মতিউর তানিফ এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ‘প্রতিযোগিতামূলক চাকরির বাজারে শিক্ষার্থীদের যোগ্য করে তোলার বিচারে ভিন্নধারার এক শিক্ষাপ্রতিষ্ঠান গ্রিন ইউনিভার্সিটি। কারণ এই বিশ্ববিদ্যালয় শুধু গুণগত ও মানসম্মত শিক্ষাদানই করে না, বরং গ্র্যাজুয়েশন শেষে ইউএস-বাংলা গ্রুপের ১০টি প্রতিষ্ঠানে অগ্রাধিকারভিত্তিতে চাকরির প্রতিশ্রুতিও দিয়ে থাকে। খ্যাতিমান প্রতিষ্ঠানে ইন্টার্নশিপ-থিসিসের সুযোগ-সুবিধা দেয়া হয় এখানকার ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেন্টারের মাধ্যমে।’

‘বর্তমানে গ্রিন ইউনিভার্সিটির বিভিন্ন প্রোগ্রামের ভর্তিতে ভর্তিচ্ছু মুক্তিযোদ্ধা, ছাত্রী, ভাই-বোন, স্বামী-স্ত্রী, ক্ষুদ্র নৃগোষ্ঠী ও খেলোয়াড়রা সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত স্কলারশিপ পাচ্ছেন। এসএসসি ও এইচএসসির ফলাফল ও কর্পোরেট এবং গ্রুপভিত্তিক ভর্তি হলেও রয়েছে বিশেষ ছাড়।’

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়টিতে ব্যাচেলর ও মাস্টার্স প্রোগামগুলোর মধ্যে রয়েছে বিবিএ, এমবিএ, ইএমবিএ, এলএলবি, এলএলএম, সমাজবিজ্ঞান, সিএসই, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং (ইইই), টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, ইংলিশ এবং ফিল্ম, টেলিভিশন ও ডিজিটাল মিডিয়া।

জেডএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।