শাবিতে শিক্ষার্থীদের আনন্দ র‌্যালি

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক শাবি
প্রকাশিত: ০৬:০১ পিএম, ১২ এপ্রিল ২০১৮

সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিল ঘোষণা করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে ক্যাম্পাসে অানন্দ মিছিল করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার বেলা দেড়টার দিকে মিছিলটি বঙ্গবন্ধু চত্বর থেকে শুরু হয়ে ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনের সামনে এসে সমাবেশে মিলিত হয়।

sust1

মিছিল পরবর্তী সমাবেশে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকর সংরক্ষণ পরিষদ সিলেট বিভাগীয় সমন্বয়ক ও শাবি শাখার আহ্বায়ক মো. নাসির উদ্দিন বলেন, আমাদের আন্দোলন শতভাগ সফল হয়েছে। আমাদের ন্যায্য দাবি পূরণ করায় প্রধানমন্ত্রীর প্রতি অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। জাতীয় সংসদে দেয়া প্রধানমন্ত্রীর বক্তব্যে নেতিবাচক কিছুই নেই। আমাদের প্রত্যাশা কোটা বাতিলের গেজেট অতি দ্রুত প্রকাশ হবে।

এছাড়া আন্দোলনকে সফল করা শিক্ষার্থীদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন তিনি। পরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান শিক্ষার্থীরা।

আব্দুল্লাহ আল মনসুর/এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।