এশার জন্য আত্মহত্যার হুমকি রাবি ছাত্রলীগ নেতার

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক রাবি
প্রকাশিত: ১২:৪২ পিএম, ১২ এপ্রিল ২০১৮

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ নেত্রী ইসরাত জাহান এশার বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে ‘আত্মহত্যার’ বিষয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ফয়েজ আহমেদ। বুধবার রাতে তিনি এ স্ট্যাটাস দেন। তবে আত্মহত্যার কোনো চেষ্টা করেননি বলে দাবি ফয়েজের।

তিনি জাগো নিউজকে বলেন, ‘আমি আত্মহত্যার চেষ্টা করিনি। ঢাবি ছাত্রলীগ নেত্রী এশার সঙ্গে ঘটে যাওয়া নানা ঘটনা আমাকে খুব নাড়া দিয়েছিল। তাই আমি রাতে দুর্বল হয়ে পড়ি।’

জানা যায়, বুধবার রাত ২টার দিকে ফয়েজ ফেসবুকে একটি স্ট্যাটাস দেন। সেখানে তিনি লেখেন, ‘এশার বহিষ্কারাদেশ প্রত্যাহার না করলে বলছিলাম সুইসাইড করব, পরিবেশ হতে দেয়নি, মনে হয় ভালো হয়েছে, ধুকে ধুকে মরতে হবে তাহলে। বোনের কষ্টের একটু হলে ভাগিদার হতে পারবো, এর জন্য আমি ফয়েজ আহমদ (যুগ্ম সাধারণ সম্পাদক, বাংলাদেশ ছাত্রলীগ) আজকে (বৃহস্পতিবার) সকাল ৮ ঘটিকা হইতে আমরন অনশনে বসব, স্থান : সেন্ট্রাল লাইব্রেরির সামনে।
দাবি: ১. ভার্সিটি ছাত্রত্ব ফিরিয়ে দেয়া ২.ছাত্রলীগের বহিষ্কারাদেশ প্রত্যাহার ৩. যারা এই অমানবিক নির্যাতন করেছে তাদের কঠোর শাস্তির আওতায় আনতে হবে।’

কিন্তু এই স্ট্যাটাসটি দেয়ার পর তিনি অসুস্থ হয়ে পড়েন। ছাত্রলীগ সূত্রে জানা যায়, গতকাল বুধবার রাবির নবাব আব্দুল লতিফ হলের একটি কক্ষ থেকে ফয়েজকে অচেতন অবস্থায় উদ্ধার করে দলীয় কর্মীরা। ছাত্রলীগের সহ-সভাপতি তৌহিদ মোর্শেদের সহযোগিতায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিসা দেওয়ার পর ডাক্তার তাকে শঙ্কামুক্ত বলে রিলিজ দেন। ভোর সাড়ে ৫টার দিকে মেডিকেল থেকে তিনি হলে ফিরে আসেন।

তবে অসুস্থ হওয়ার আগেই তিনি সুইসাইডের বিষয়ে স্ট্যাটাস দেয়ায় অনেক নেতাকর্মীরা মনে করেন, ফয়েজ আত্মহত্যার চেষ্টা করেছেন।

কেন তিনি সুইসাইডের বিষয়ে ফেসবুকে স্ট্যাটাস দিলেন এমন প্রশ্নের জবাবে ফয়েজ জানান, ‘আসলে আমি কর্তৃপক্ষকে সতর্ক করতে চেয়েছিলাম। তাই এ ধরনের কথা ফেসবুকে লিখেছিলাম।’

ফয়েজ আহমেদ আরও বলেন, ‘ছাত্রলীগ নেত্রী এশার উপর যে অন্যায়গুলো হয়েছে তা দেখে আমি ঠিক থাকতে পারিনি। তাই একটু অসুস্থ হয়ে গিয়েছিলাম। আমার দলীয় নেতাকর্মীরা আমাকে হাসপাতালে নিয়ে যায়।’

এদিকে বুধবার রাতে একই স্ট্যাটাসে তিনি ঘোষণা দেন, বৃহস্পতিবার সকাল থেকে আমরণ অনশন করবেন তিনি। কিন্তু এদিনও তিনি আর কোনো কর্মসূচি পালন করেননি।

ঘোষণা দিয়ে তিনি কেন কর্মসূচি পালন করলেন না এমন প্রশ্ন করলে তিনি বলেন, ‘রাবির ও কেন্দ্রীয় নেতাকর্মীদের সঙ্গে বিস্তারিত কথা বলে আমি অনশনে যাব। আজ (বৃহস্পতিবার) কর্মসূচি পালনের কথা থাকলেও তা করতে পারছি না।’

এ বিষয়ে রাবি ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলে তারা সেটা রিসিভ করেননি।

প্রসঙ্গত, গত মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি সুফিয়া কামাল হলে সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় হল শাখা ছাত্রলীগের সভাপতি ইসরাত জাহান এশাকে বিশ্ববিদ্যালয়, হল ও ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হয়।

রাশেদ রিন্টু/এফএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।