জাবিতে পুলিশ শিক্ষার্থী সংঘর্ষে আহত ৩০

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ০১:৪৫ পিএম, ০৯ এপ্রিল ২০১৮

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পুলিশের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ চলছে শিক্ষার্থীদের। এতে ইতোমধ্যে ৩০ জন আহত হয়েছে বলে বিশ্ববিদ্যালয় মেডিকেল সূত্রে জানা গেছে। এদিকে অবরোধ থেকে শিক্ষার্থীদের ফিরিয়ে আনতে গিয়ে পুলিশের ছোড়া টিয়ার সেলে জাবির প্রক্টর শিকদার মোহাম্মদ জুলকারনাইন অসুস্থ হয়ে পড়েছেন। সোমবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।

এর আগে সকাল ১০টা থেকে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে ক্লাস বর্জন করে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে রেখেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

সকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি থেকে একটি মিছিল বের করে ঢাকা-আরিচা মহাসড়ক গিয়ে সড়ক অবরোধ করে আন্দোলনকারী শিক্ষার্থীরা।

হাফিজুর রহমান/এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।