ফের জড়ো হচ্ছেন আন্দোলনকারীরা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০১:০৫ পিএম, ০৯ এপ্রিল ২০১৮

রোববার দুপুর থেকে শুরু করে রাতভর ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা উত্তাল ছিল কোটা সংস্কার আন্দোলনে। সোমবার ভোর নাগাদ আন্দোলনরত শিক্ষার্থীদের ফিরতে দেখা যায়। তবে তার আগে সন্ধ্যায় রণক্ষেত্রে পরিণত হয় শাহবাগ।

এরপর সোমবার সকাল থেকে শান্ত ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা, অবশ্য পরিবেশ ছিল থমথমে। পুলিশের সতর্ক অবস্থান রয়েছে ক্যাম্পাসে।

গতকালের আন্দোলনের ধারাবাহিকতায় দুপুর সাড়ে ১২টার দিকে রাজু ভাস্কর্যের সামনে জড়ো হতে শুরু করেছেন আন্দোলনকারীরা।

du-(2)

তাদের দাবি- কোটা বিলুপ্ত নয় যৌক্তিক সংস্কার।

এই দাবিতেই গতকাল পূর্ব ঘোষিত পদযাত্রা কর্মসূচি শুরু হয়। তবে সন্ধ্যা নামার কিছুক্ষণ পরই আন্দোলনকারীদের উপর চড়াও হয় পুলিশ। অবশ্য তার আগে দুপুর থেকে শাহবাগ মোড় অবরোধ করে রাখেন আন্দোলনকারীরা। এতে ভোগান্তিতে পড়তে ওই সড়ক ব্যবহারকারীদের।

কোটাবিরোধী আন্দোলনের কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম গততকাল জাগো নিউজকে বলেছিলেন, আমাদের সুনির্দিষ্ট আশ্বাস না দেয়া হলে আমরা রাজপথ ছাড়ব না।

জেইউ/এনএফ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।