জাপান গেলেন ঢাবি উপাচার্য

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক ঢাকা বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ১১:২০ পিএম, ২৭ মার্চ ২০১৮

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান জাপানের কিইউশু বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণে পাঁচদিনের সফরে জাপানের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। মঙ্গলবার দুপুরে তিনি ঢাকা ছাড়েন।

জাপান সফরকালে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং কিইউশু বিশ্ববিদ্যালয়ের মধ্যে একাডেমিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করা হবে। বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় ও কিইউশু বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘বাংলাদেশ জাপান ইন্টারডিসিপিলিনারি ইনস্টিটিউট’ স্থাপনের বিষয়ে অগ্রগতি পর্যালোচনা এবং পরবর্তী কার্যক্রম সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণের সম্ভাবনা রয়েছে।

উপাচার্যের সফরসঙ্গী হিসেবে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. কামাল উদ্দীন। সফর শেষে আগামী শনিবার উপাচার্য দেশে ফিরবেন।

এমএইচ/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।