শাবি খুলছে রোববার


প্রকাশিত: ১২:২০ পিএম, ২৫ জুলাই ২০১৫

পবিত্র ঈদ-উল-ফিতর ও শব-ই-কদরের দীর্ঘ ১৬ দিনের ছুটি শেষে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) একাডেমিক কার্যক্রম শুরু হচ্ছে আগামীকাল রোববার থেকে। একাডেমিক ছুটি বৃহস্পতিবার পর্যন্ত থাকলেও শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় মূলত রোববার থেকে একাডেমিক কার্যক্রম শুরু হচ্ছে বলে জানিয়েছেন শাবির রেজিস্ট্রার ইশফাকুল হক।

এর আগে গত ১২ জুলাই রোববার থেকে ২৩ জুলাই বৃহস্পতিবার পর্যন্ত মোট ১২ দিন বিশ্ববিদ্যালয়ের সকল দাফতরিক ও একাডেমিক কার্যক্রম বন্ধ ছিলো। যদিও ১২ জুলাই রোববার থেকে আনুষ্ঠানিক ছুটি শুরু হয়। কিন্তু শুক্র ও শনিবার বিশ্ববিদ্যালয়ের সাপ্তাহিক ছুটি থাকায় মূলত ৯ জুলাই থেকে এ ছুটি শুরু হয়। বিশ্ববিদ্যালয়ের সকল অফিস ও ক্লাশ-পরীক্ষা মোট ১৬ দিন বন্ধ থাকে।

ইতিমধ্যেই ছুটি কাটিয়ে শিক্ষার্থীরা ফিরে আসতে শুরু করেছে তাদের প্রাণের ক্যাম্পাসে। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল আর মেসগুলো ঘুরে এমন চিত্রই চোখে পড়লো।

ছামির মাহমুদ/এসএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।