উন্নয়নশীল দেশে উত্তরণে জবিতে আনন্দ র‌্যালি

বাংলাদেশ স্বল্পোন্নত (এলডিসি) দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ উপলক্ষে আনন্দ র‌্যালি করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় অর্থনীতি বিভাগ।

সোমবার বেলা ১১ টায় উপাচার্য ড. মীজানুর রহমান প্রধান অতিথি থেকে র‌্যালি শুরু করেন।  র‌্যালিটি অর্থনীতি বিভাগ থেকে শুরু হয়ে শহীদ মিনার, বিজ্ঞান ভবন, বিশ্ববিদ্যালয়ের গেট হয়ে অর্থনীতি বিভাগে গিয়ে শেষ হয়।

র‌্যালিতে অংশ নিয়ে অর্থনীতি বিভাগের চেয়ারম্যান ড. আইনুল ইসলাম বলেন, ‘এলডিসি ক্যাটাগরি থেকে উত্তরণের জন্য মাথাপিছু আয়, মানব সম্পদ সূচক, অর্থনৈতিক ভঙ্গুরতা সূচক এ তিনটির যেকোনো দুটি অর্জনের শর্ত থাকলেও বাংলাদেশ এ তিনটি মানদণ্ডেই উন্নীত হয়েছে। তবে উন্নয়নশীল দেশের নামের তালিকায় নাম নিশ্চিত করতে বাংলাদেশকে ২০২৪ সাল পর্যন্ত অপেক্ষা করতে হবে।’

র‌্যালিতে অর্থনীতি বিভাগের প্রভাষক জিল্লুর রহমান, ইশতিয়াক সেলিম, শামীমা সুলতানা প্রমুখ উপস্থিত ছিলেন।

জেডএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।