এক ঘড়ি কিনতে গিয়ে এই?

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক জগন্নাথ বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ০৩:১৯ পিএম, ১৮ মার্চ ২০১৮

ঘড়ি কেনাকে কেন্দ্র করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) সংলগ্ন পাটুয়াটলী রোডের ঘড়ি ব্যবসায়ীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছেন জবি শিক্ষার্থীরা।

রোববার দুপুর পৌনে ১২টার দিকে এ সংঘর্ষ শুরু হয়। বিশ্ববিদ্যলয়ের বিজ্ঞান ভবনের চত্বর থেকে পাটুয়াটলী রোড পর্যন্ত ধাওয়া-পাল্টা ধাওয়া চলে।

বিশ্ববিদ্যলয়ের আশপাশের ভবন থেকে ব্যবসায়ীরা বিশ্ববিদ্যালয়ের দিকে ইট পাটকেল নিক্ষেপ করতে থাকেন। এক পর্যায়ে পুলিশ, বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল বডি, ছাত্রলীগের সভাপতি তরিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক শেখ রাসেল এসে পরিস্থিতি শান্ত করেন।

কোতোয়ালি থানার ওসি মশিউর জাগো নিউজকে বলেন, ‘ঘড়ি কেনাকে কেন্দ্র করে শিক্ষার্থী এবং ব্যবসায়ীদের মধ্যে যে সংঘর্ষ হয় তাতে দু’পক্ষের কেউ এখনও কোনো অভিযোগ জানিয়ে মামলা করেনি। যদি কেউ অভিযোগ জানিয়ে মামলা করে তাহলে আমরা মামলা গ্রহণ করবো এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেব।’

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর নূর মোহাম্মদের বলেন, পরিস্থিতি ভালো নয়। শিক্ষার্থীদের বাইরে যেতে নিষেধ করা হয়েছে।

মাহমুদুল হাসান তুহিন/এনএফ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।