টিউশনি থেকে ফেরার পথে শ্লীলতাহানির শিকার শাবি ছাত্রী

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক শাবি
প্রকাশিত: ০৭:৫৪ পিএম, ১৭ মার্চ ২০১৮
ছবি-প্রতীকী

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) এক ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে আব্দুল কাদির নামে এক যুবককে পিটিয়ে পুলিশে সোপর্দ করেছে শিক্ষার্থীরা। শুক্রবার রাত ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এ ঘটনা ঘটে।

ক্যাম্পাস সূত্রে জানা যায়, সিলেটের মদিনা মার্কেট এলাকা থেকে টিউশনি শেষে শুক্রবার রাত ৯টার দিকে অটোরিকশাযোগে বিশ্ববিদ্যালয়ে ফেরার সময় ওই ছাত্রীর গায়ে হাত দেয় পাশের সিটে বসা যুবক আব্দুল কাদির। এ সময় ছাত্রী প্রতিবাদ করলে সে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে। বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে পৌঁছালে ওই ছাত্রী দ্রুত অটোরিকশা থেকে নেমে পাশে থাকা সাধারণ শিক্ষার্থীদের বিষয়টি জানান। এ সময় সাধারণ শিক্ষার্থীরা আব্দুল কাদিরকে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেন।

এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর জাহিদ হাসান জানান, অভিযুক্ত যুবককে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, শ্লীলতাহানির ঘটনায় কোনো মামলা হয়নি। তবে অভিযুক্ত যুবককে আদালতে হাজির করা হবে।

আরএআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।