ইবি খুলছে শনিবার : ক্লাস-পরীক্ষা শুরু রোববার


প্রকাশিত: ১১:০১ এএম, ২৪ জুলাই ২০১৫

পবিত্র ঈদ-উল ফিতর ও রমজানের ছুটি শেষে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আবাসিক হলগুলো খুলে দেয়া হয়েছে। শুক্রবার সকাল ৯টায় হলগুলো খুলে দেয়া হয়। এছাড়া শনিবার থেকে বিশ্ববিদ্যালয়ের সকল প্রশাসনিক কার্যক্রম শুরু হবে এবং রোববার থেকে একাডেমিক কার্যক্রম শুরু হবে বলে বিশ্ববিদ্যালয়য়ের রেজিস্ট্রার অফিস সূত্রে জানা গেছে।

এ বিষয়ে প্রভোস্ট কাউন্সিলের সভাপতি প্রফেসর ড. ইকবাল হোসাইন জাগো নিউজকে বলেন, `সকাল ৯টায় সকল আবাসিক হল খুলে দেয়া হবে। পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থাসহ হল খুলে দিতে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।`

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. আবদুল হাকিম সরকার জাগো নিউজকে বলেন, `নির্ধারিত ছুটি শেষে শুক্রবার বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলসমূহ খোলা হচ্ছে। আর শনিবার থেকে অফিসিয়াল কার্যক্রম শুরু হবে।

এআরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।