বেরোবিতে ছাত্রলীগ নেতা বহিষ্কার

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বেরোবি
প্রকাশিত: ০৪:২০ পিএম, ০৪ মার্চ ২০১৮

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) ছাত্রলীগের বঙ্গবন্ধু হলের যুগ্ম-সাধারণ সম্পাদক ও ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষার্থী প্রিতম আগারওয়ালকে মারধরের ঘটনায় ওই বিভাগ ছাত্রলীগ কমিটির সহ-সভাপতি ফজলে রাব্বীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

রোববার বেরোবি ছাত্রলীগের সভাপতি তুষার কিবরিয়া ও সাধারণ সম্পাদক নোবেল শেখ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে তাকে বহিষ্কারের কথা জানানো হয়। মারধরের ঘটনার তিনদিন পর বহিষ্কারের এ সিদ্ধান্ত নিয়েছে বেরোবি ছাত্রলীগ।

ছাত্রলীগ সূত্রে জানা যায়, গত সোমবার বিশ্ববিদ্যালয়ের প্রবেশ পথে মোটরসাইকেলকে সাইড দেয়াকে কেন্দ্র করে সংঘর্ষে জড়ায় ছাত্রলীগের দুই গ্রুপ। এ ঘটনার জের ধরে গত বুধবার সন্ধ্যা সাড়ে ৭টায় প্রিতম আগারওয়ালকে বিশ্ববিদ্যালয়ের পুলিশ ফাঁড়ির সামনে কুপিয়ে আহত করা হয়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

সজীব হোসাইন/আরএআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।