‘বঙ্গবন্ধু চেয়ার’ প্রবর্তন করবে বেরোবি

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ১২:১৭ পিএম, ১৯ ফেব্রুয়ারি ২০১৮

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও আদর্শের ওপর উচ্চতর গবেষণার জন্য বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ‘বঙ্গবন্ধু চেয়ার’ প্রবর্তনের ঘোষণা দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমউল্লাহ।

রোববার বঙ্গবন্ধু পরিষদ বেরোবি শাখার আয়োজনে এক সেমিনার প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন। একই সঙ্গে তিনি শিগগিরই ক্যাম্পাসে বঙ্গবন্ধুর প্রতিকৃতি স্থাপনের ঘোষণা দেন।

বেরোবির গণিত বিভাগের অধ্যাপক ও বঙ্গবন্ধু পরিষদ বেরোবি শাখার সভাপতি আর এম হাফিজুর রহমানের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. মিল্টন বিশ্বাস। এতে আরও বক্তব্য দেন গণিত বিভাগের সহকারী অধ্যাপক ও বঙ্গবন্ধু পরিষদ বেরোবি শাখার সদস্য সচিব মো. মশিয়ার রহমান।

সেমিনারে গণিত বিভাগের বিভাগীয় প্রধান কমলেশ চন্দ্র রায়, সংগঠনটির সদস্যবৃন্দ ছাড়াও বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সজীব হোসাইন/আরএআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।