বাকৃবিতে যুগল বনাম সিঙ্গেল রম্য বিতর্ক

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বাকৃবি
প্রকাশিত: ১০:০৮ এএম, ১৫ ফেব্রুয়ারি ২০১৮

বসন্তবরণ উপলক্ষে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) যুগল বনাম সিঙ্গেলদের রম্য বিতর্ক অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বিশ্ববিদ্যালয়ের জয়নুল আবেদিন মিলনায়তনে ওই বিতর্কের আয়োজন করে বাকৃবি ডিবেটিং সংঘ। “এ বসন্ত যুগলদের এখতিয়ারে” এই বিষয়কে কেন্দ্র করে বিতর্ক করে দুই পক্ষ।

পক্ষ দলের হয়ে বিতর্ক করেছেন ছ্যাকা খাওয়া প্রেমিক রাগীব বর্ষণ, চিরকুমার প্রেমিক হিসেবে ফারুক আহমেদ ও পাত্তা না পাওয়া প্রেমিক হিসেবে সরফুন্নাহার লিপি। বিপক্ষ দলের হয়ে বিতর্ক করেন ক্যাম্পাস কাপানো জুটি মুবিন হাসান ও শায়লা সুলতানা, সদ্য বিবাহিত দম্পত্তি হিসেবে শর্মি ও আলম এবং মধ্যবয়স্ক দম্পত্তি হিসেবে মিলাদুন রিমা ও তুষার।

বিজ্ঞাপন

বিতর্ক অনুষ্ঠানে ডিবেটিং সোসাইটির সভাপতি অধ্যাপক ড. মো. মাহমুদুল হাসান শিকদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. সচ্চিদানন্দ দাস চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রক্টর অধ্যাপক ড. মো. আতিকুর রহমান খোকন। বিতর্ক অনুষ্ঠানে পুরো মিলনায়তন কানায় কানায় পূর্ণ ছিল। ফলাফলে সবাইকে বিজয়ী বলে ঘোষণা করা হয়।

শাহীন সরদার/এফএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।