রাবিতে খালেদা জিয়ার সাজা প্রত্যাহারের দাবি
বিনা নির্বাচনে আবার ক্ষমতায় আসার জন্যই বেগম জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে প্রহসনমূলকভাবে সাজা প্রদান করা হয়েছে বলে মন্তব্য করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের নেতাকর্মীরা।
রোববার বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সামনে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানকে সাজা প্রদানের প্রতিবাদে আয়োজিত মানববন্ধনে তারা এ মন্তব্য করেন। কর্মসূচি থেকে নেতাকর্মীরা দ্রুত এ রায় প্রত্যাহারের দাবি জানান।
মানববন্ধনে বক্তারা বলেন, বেগম জিয়াকে যে সাজা দেয়া হয়েছে তা একটি মিথ্যা ও প্রতিহিংসামূলক রায়। প্রধানমন্ত্রীর ইচ্ছার প্রতিফলন ঘটাতে এ রায় প্রদান করা হয়েছে। দেশের মন্ত্রীদের অনেকেই রায় সম্পর্কে আগে থেকে কথা বলতেন। এর অর্থ তারা আগে থেকেই এ রায়ের কথা জানতেন। বিচারক শুধুমাত্র ঘোষণা করেছেন মাত্র। এ রায়ের মাধ্যমে প্রধানমন্ত্রীর ইচ্ছাকে বাস্তবায়ন করা হয়েছে।
বক্তারা আরও বলেন, আগের মতো বিনা প্রতিদ্বন্দ্বিতায় ক্ষমতায় আসার জন্য এ সরকার পরিকল্পিতভাবে এ সাজা প্রদান করেছে। এ রায়ের মাধ্যমে সাবেক দেশনেত্রীকে হেয় করা হয়েছে।
সংগঠনটির সাধারণ সম্পাদক মামুনুর রশীদের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন- দলটির সাবেক সভাপতি মাহবুবুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক ফজলুল হক, অধ্যাপক আমজাদ হোসেন, সদস্য সচিব অধ্যাপক মো. শহীদুল্লাহ, অধ্যাপক শামসুল হক সরকার, অধ্যাপক হাসনাত আলী প্রমুখ। মানববন্ধনে সংগঠনটির প্রায় দেড় শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
রাশেদ রিন্টু/এএম/আরআইপি