ঢাবিতে ভর্তি জালিয়াতির অভিযোগে ১৫ শিক্ষার্থী বহিষ্কার

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক ঢাকা বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ১০:৩৩ পিএম, ৩০ জানুয়ারি ২০১৮

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ভর্তি জালিয়াতিতে জড়িত থাকার অভিযোগে ১৫ শিক্ষার্থীকে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

আজ (মঙ্গলবার) সন্ধ্যায় অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় তাদের বহিষ্কারাদেশ চূড়ান্ত হয়।

ঢাবি উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন।

এর আগে গত ৪ জানুয়ারি ঢাবি শৃঙ্খলা কমিটির এক সভায় এসব শিক্ষার্থীর ছাত্রত্ব বাতিলের সুপারিশ করা হয়।

du

সম্প্রতি সিআইডির বিশেষ অভিযানে আটক অভিযুক্তরা ভর্তি পরীক্ষায় জালিয়াতির সঙ্গে সম্পৃক্ততার স্বীকার করেছেন।

উল্লেখ্য, ২০১৬ সালের জানুয়ারিতে বিভিন্ন কারণে ১৬ শিক্ষার্থীর ছাত্রত্ব বাতিল করেছিল ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

এমএইচ/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।