ঢাবি প্রক্টরের কুশপুত্তলিকা দাহ

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক ঢাবি
প্রকাশিত: ০৩:২০ পিএম, ৩০ জানুয়ারি ২০১৮

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানীর কুশপুত্তলিকা দাহ করেছে ‘বিশ্ববিদ্যালয়ের নিপীড়ন বিরোধী শিক্ষার্থীরা’। সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের টিএসসি রাজু ভাস্কর্যের পাদদেশে এ কুশপুত্তলিকা দাহ করা হয়।

এ সময় আন্দোলনকারীরা বলেন, প্রক্টর দায়িত্ব পালনে সম্পূর্ণ ব্যর্থ। এর আগে তারা টিএসসি থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রাজু ভাস্কর্যে মিলিত হয়। এতে বাম ছাত্র সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করে।

রাজধানীর সাত কলেজের অধিভুক্তি বাতিলের আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ছাত্রীদের ওপর ছাত্রলীগ নেতাকর্মীদের নিপীড়নের বিচার চেয়ে এ কর্মসূচি পালন করছেন তারা।

এমএইচ/এআরএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।