জাবিতে ছাত্রজোটের ধর্মঘটে ক্লাস বন্ধ

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক জাবি
প্রকাশিত: ১১:৪৯ এএম, ২৯ জানুয়ারি ২০১৮

প্রগতিশীল ছাত্রজোটের ডাকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্র ধর্মঘট পালিত হচ্ছে। এতে সকল অনুষদের ক্লাস বন্ধ রয়েছে। ধর্মঘটে শিক্ষকদের অনুষদে প্রবেশ করতে দেয়া হলেও শিক্ষার্থীদের পরীক্ষা ছাড়া অনুষদে প্রবেশ করতে দেওয়া হয়নি। সোমবার সকাল থেকে এ কর্মসূচি পালিত হচ্ছে।

বিশ্ববিদ্যালয়ের কলা ও মানবিকী অনুষদ ভবন, সমাজবিজ্ঞান অনুষদ, ব্যবসায়ী শিক্ষা অনুষদ ও পুরান কলা অনুষদের সামনে ছাত্র জোটের নেতাকর্মীরা অবস্থান নিয়ে অবরোধ করছেন।

JU-News-(2)

গত বুধবার (২৪ জানুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে প্রগতিশীল ছাত্র জোটের সমন্বয়ক ইমরান হাবীব এ কর্মসূচির ঘোষণা দেন। চার দফা দাবিতে এই কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

হাফিজুর রহমান/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।