প্রগতিশীল ছাত্রজোটের ধর্মঘটে বন্ধ শাবির বাস

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক শাবি
প্রকাশিত: ১০:২৬ এএম, ২৯ জানুয়ারি ২০১৮

ঢাকা বিশ্ববিদ্যালয়ে যৌন নিপীড়নবিরোধী আন্দোলনে হামলাকারী ছাত্রলীগ নেতাকর্মীদের বিচারের দাবিতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ধর্মঘট পালন করছে প্রগতিশীল ছাত্রজোট। সোমবার সকাল ৮টার দিকে ধর্মঘটের সমর্থনে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে ব্যানার ঝুলিয়ে অবস্থান নেন জোটের নেতারা।

প্রত্যক্ষদর্শীরা জানান, ফটকে অবস্থান নেয়ার কারণে শিক্ষার্থীদের কোনো বাস চলাচল করতে পারেনি।এতে করে ভোগান্তিতে পড়েছেন বিশ্ববিদ্যালয়গামী হাজার হাজার শিক্ষার্থী। বাস না পেয়ে অনেককেই নগরীর বিভিন্ন রাস্তায় দাঁড়িয়ে থাকতে দেখা যায়। ফলে অনেকে সময় মতো ক্লাসেও উপস্থিত হতে পারছেন না। তবে শিক্ষক-কর্মকতাদের দুয়েকটি বাস চলাচল করছে বলে তারা জানান।

ক্যাম্পাস সূত্রে জানা গেছে, ধর্মঘটের কারণে কয়েকটি বিভাগের ক্লাস-পরীক্ষা স্থগিত করা হয়েছে। অন্যদিকে বাধার মুখে প্রধান ফটক থেকে ফিরে যাওয়া বিআরটিসির বাসগুলো বন্ধ রাখার নির্দেশ দিয়েছে প্রশাসন।

প্রগতিশীল ছাত্রজোট নেতা ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সাধারণ সম্পাদক নাজিরুল আযম বিশ্বাস (আবির) বলেন, আমাদের ধর্মঘট চলছে। অবিলম্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর হামলাকারী ছাত্রলীগ নেতা-কর্মীদের শাস্তি দাবি করেন তিনি।

আব্দুল্লাহ/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।