ঢাবিতে লাশের রাজনীতি হতে পারে না : উপাচার্য

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক ঢাবি
প্রকাশিত: ০৫:১৪ এএম, ২৭ জানুয়ারি ২০১৮
ফাইল ছবি

সম্প্রতি বিভিন্ন ঘটনার দিকে ইঙ্গিত করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয় কোন সহিংস কাজ, সন্ত্রাসী কাজের স্থান হতে পারে না। এখানে লাশের রাজনীতি হতে পারে না।

শুক্রবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের হাজী মুহম্মদ মুহসীন হলের মাঠে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরিচ্ছন্ন অভিযান কর্মসূচির সমাপনী অনুষ্ঠানে সভাপতির বক্তৃতায় তিনি এ মন্তব্য করেন।

বিডি ক্লিন ঢাকা কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মাকসুদ কামাল। বিশেষ অতিথি ছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২৬ নং ওয়ার্ড কমিশনার হাসিবুর রহমান মানিক।

উপাচার্য বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস হলো আমরা সামরিক শক্তির এবং অন্য শক্তির ওপর নির্ভর নয়, আমরা নৈতিক শক্তির ও নিজস্ব শক্তির ওপর বলীয়ান। এখানে অশুভ শক্তির তৎপরতা বরদাশত করা হবে না। আমরা চাই এমন এক ক্যাম্পাস যেখানে সুর, তাল, লয় থাকবে কিন্তু অসুর থাকবে না। তখন সব বিবেচনায় ক্যাম্পাস কলুষমুক্ত হবে।

তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় কোন সহিংস কাজ, সন্ত্রাসী কাজের স্থান হতে পারে না। এখানে লাশের রাজনীতি হতে পারে না। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থী নিয়ে যে পরিবার তার সবচেয়ে বড় শক্তি হলো সামাজিক শক্তি। এই শক্তির কাছে কোন অশুভ টিকতে পারে না, অশুভ শক্তি অত্যন্ত ক্ষণিকের এবং সাময়িক। তাদের পরাজয় অবশ্যই অবশ্যই ঘটবে। আমরা এ সামাজিক শক্তি ব্যবহার করে যে কোন ধরনের অশুভ তৎপরতা প্রতিহত করতে সক্ষম।

সম্প্রতি বিভিন্ন সহিংস ঘটনায় প্রতিবাদে প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীরা যেভাবে এগিয়ে এসেছে এটিই সবচেয়ে বড় শক্তি বলে মন্তব্য করেছেন ঢাবি উপাচার্য।

এমএইচ/জেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।