‘নিপীড়ন বিরোধীদের’ ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে মানববন্ধন

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশিত: ০২:৪৩ পিএম, ২৫ জানুয়ারি ২০১৮

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ‘নিপীড়ন বিরোধী’ শিক্ষার্থীদের কর্মসূচিতে ছাত্রলীগের ‘হামলার’ প্রতিবাদে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীদের ব্যানারে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এতে বিভাগের ৫০-৬০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

মানববন্ধনে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন বিভাগের অধ্যাপক ড. ফাহমিদুল হক। তিনি বলেন, সত্যিকারের সাধারণ শিক্ষার্থীরা অধিভুক্ত কলেজ বাতিলের দাবিতে আন্দোলন করছিল। তাদের বিষয়ে আমি কিছু বলব না। তাদের ওপর ছাত্রলীগের প্রথম দফা হামলার পরে প্রগতিশীল ছাত্র সংগঠনের নেতাকর্মীরা অংশ নেয়।

তিনি আরও বলেন, তাদের (প্রগতিশীল ছাত্র) প্রতিহত করতে হামলা করা হয়েছে। টার্গেট করে মারা হয়েছে। যারা কেউ সন্ত্রাসী না। ঘটনা ভিন্নখাতে প্রবাহিত করতে তাদেরকে বহিরাগত বলা হচ্ছে। আমি মনে করি এটা প্রশাসনের ব্যর্থতা।

এমএইচ/আরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।