রাবিতে প্রগতিশীল ছাত্রজোটের সমাবেশে ছাত্রলীগের ধাক্কাধাক্কি

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক রাজশাহী বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ০৫:৫৫ পিএম, ২৪ জানুয়ারি ২০১৮

ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে বুধবার দুপুর ১২টার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থগারের সামনে সমাবেশ করছিল প্রতিষ্ঠানটির প্রগতিশীল ছাত্রজোটের নেতাকর্মীরা। তারা অবস্থান করছিল রাস্তার একপাশে।

এ সময় রাস্তা দিয়ে আসতে থাকে রাবি শাখা ছাত্রলীগের একটি মিছিল। মিছিলটি সমাবেশের সামনে পৌঁছালে ছাত্রলীগের মানব সম্পদ উন্নয়নবিষয়ক সম্পাদক ফেরদৌস মো. শ্রাবণ ছাত্র ফেডারেশনের নেতা সুব্রত কর্মকারকে ধাক্কা দিয়ে পার হয়ে যান। সুব্রত তাদের কর্মসূচির ব্যানার ধরেছিলেন। এ সময় সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সভাপতি লিটন দাসকেও ধাক্কা দেয়া হয়।

প্রগতিশীল ছাত্রজোটের ওই সমাবেশে উপস্থিত ছিলেন- ছাত্র ইউনিয়নের সভাপতি এস এম শাকিল, কেন্দ্রীয় সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি আব্দুল মজিদ অন্তর, বিপ্লবী ছাত্র মৈত্রীর সভাপতি ফিদেল মনির প্রমুখ।

প্রত্যক্ষদর্শীরা জানায়, রাবি ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া ও সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনুর নেতৃত্বে ছাত্রলীগের নেতাকর্মীরা নবীন শিক্ষার্থীদের অভ্যর্থনা জানিয়ে মিছিল বের করে। মিছিলটি কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে আসলে সেখানে অবস্থানরত সমাবেশকারীদের ধাক্কা দিয়ে সরিয়ে দেয়ার চেষ্টা করা হয়। পরে ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের দলীয় টেন্টে গিয়ে সমাবেশে মিলিত হয়।

কেন্দ্রীয় সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি আব্দুল মজিদ অন্তর বলেন, আমরা তাদের মিছিলের জন্য রাস্তা ছেড়ে দিই। কিন্তু তারা আমাদের ধাক্কা দিয়ে সরিয়ে দেয়ার চেষ্টা করে। এতে আমরা কোনো প্রতিক্রিয়া দেখাইনি। তারা গায়ে পড়ে ঝামেলা করার জন্য এটা করেছে।

রাবি ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া জাগো নিউজকে বলেন, আমাদের মিছিল এমনিতেই অনেক বড়ো হয়। আর ঘটনাস্থলে রাস্তাটাও অনেক ছোট ছিল। তাই একটু ধাক্কা-ধাক্কি হতেই পারে। এছাড়া ইচ্ছাকৃতভাবে কিছুই করা হয়নি।

রাশেদ রিন্টু/এএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।