সোমবার ক্লাস করবেন না ঢাবি শিক্ষার্থীরা

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক ঢাকা বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ০৯:৩৯ পিএম, ১৪ জানুয়ারি ২০১৮

রাজধানী ঢাকার সাতটি সরকারি কলেজের অধিভুক্তি বাতিলের দাবিতে সোমবার ক্লাজ বর্জন করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। বন্ধ থাকবে রেজিস্ট্রার বিল্ডিংয়ের প্রশাসনিক কার্যক্রমও। বৃহস্পতিবার রাজু ভাস্কর্যের সামনের অবস্থান কর্মসূচি শেষে এ ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা।

সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র মশিউর রহমান সাদিক বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা আমাদের কর্মসূচি অব্যাহত রাখব। তারই ধারাবাহিকতায় সোমবার সব ক্লাস বর্জন করা হয়েছে। তবে পরীক্ষা চলবে।

এর আগে রোববার সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা। এরপর মিছিল নিয়ে বেলা সাড়ে ১১টা থেকে ১টা পর্যন্ত উপাচার্যের কার্যালয়ের সামনে অবস্থান নেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।

এসময় বিক্ষোভকারীরা নানা ধরনের প্ল্যাকার্ড বহন করেন। যাতে লেখা ছিল- ‘বাতিল হোক অধিভুক্ত, ঢাবি হোক বহিরাগতমুক্ত’, ‘দাবি মোদের একটাই, ঢাবির কোনো শাখা নাই’, ‘এক দফা এক দাবি, অধিভুক্ত মুক্ত ঢাবি’, ‘রাখতে ঢাবির সম্মান, সাত কলেজ বেমানান’ ইত্যাদি।

বিক্ষোভকারীরা অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীদের কারণে ঢাবি শিক্ষার্থীদের পরিচয় সংকটে পড়তে হচ্ছে দাবি করে অবিলম্বে এসব কলেজের অধিভুক্তি বাতিলের দাবি জানিয়েছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেন তারা।

এমএইচ/জেডএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।