সাত কলেজের অধিভুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০২:০৬ পিএম, ১১ জানুয়ারি ২০১৮

 

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) অধিভুক্ত হওয়া রাজধানীর সাতটি সরকারি কলেজের অধিভুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রের রাজু ভাস্কর্যের সামনে তারা এই বিক্ষোভ করেন।

বিক্ষোভকারীদের অভিযোগ, অধিভুক্ত কলেজের শিক্ষার্থীরা নিজেদের ‘ঢাবিয়ান পরিচয় দিয়ে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছেন। এতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুনাম ক্ষুণ্ন হচ্ছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত কলেজগুলো হচ্ছে ইডেন মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, মিরপুর সরকারি বাঙলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজ। গত বছরের ফেব্রুয়ারিতে এসব কলেজ ঢাবির অধিভুক্ত হয়।

এআরএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।