বাকৃবিতে অফিসার পরিষদের নতুন কমিটি

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ০৬:২৫ পিএম, ১০ জানুয়ারি ২০১৮

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) অফিসার পরিষদের কার্যনির্বাহী কমিটি ২০১৮-এর নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন আরিফ জাহাঙ্গীর এবং সাধারণ সম্পাদক হিসেবে মুহাম্মদ মাহবুবুর রহমান।

মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের অফিসার্স ক্লাব ভবনে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। বুধবার দুপুর সাড়ে ১২টায় প্রধান নির্বাচন কমিশনার ড. মো. নাজমুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে কার্যনির্বাহী কমিটির ফলাফল প্রকাশ করা হয়।

কমিটিতে সহ-সভাপতি পদে মো. হাফিজুর রহমান, যুগ্ম সম্পাদক পদে মো. জিয়াউল হাসান টিটু, কোষাধ্যক্ষ পদে সৈয়দ আমান-উদ-দৌলা খান, দফতর ও প্রচার সম্পাদক পদে মো. সাইফুল ইসলাম, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে আ.শ.ম মঞ্জুরুল কবির, সমাজকল্যাণ ও ক্রীড়া সম্পাদক পদে আসিফ মাহমুদ, মহিলা সম্পাদক পদে মাকসুদা পারভিন নির্বাচিত হন।

কমিটি অন্যান্য সদস্যরা হলেন- শেখ মো. সামস্উজ্জামান রতন, মো. সাখাওয়াত হোসেন, মো. সাদেকুজ্জামান, এ.কে.এম. মাহবুবুর রশীদ গোলাপ, মো. আরিফুর রহমান ও এ.কে.এম মানছুরুল ফেরদৌস।

মো. শাহীন সরদার/এএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।