জবি ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদকসহ দু’জন বহিষ্কার

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশিত: ০৫:০৩ পিএম, ০৬ জানুয়ারি ২০১৮

বাংলাদেশ ছাত্রলীগ জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মশিউর রহমান লিজন ও কর্মী তানভীর চৌধুরী শাকিলকে বহিষ্কার করেছে সংগঠনের কেন্দ্রীয় সংসদ।

শুক্রবার দিবাগত রাতে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইন স্বাক্ষরিত এক আদেশে তাদের বহিষ্কার করা হয়।

বহিষ্কৃত মশিউর রহমার লিজন জবি বাংলা বিভাগের অনিয়মিত ৭ম ব্যাচের শিক্ষার্থী। বর্তমানে সে স্নাতকোত্তর দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থী। শাকিল মার্কেটিং বিভাগের শিক্ষার্থী।

নাম প্রকাশে অনিচ্ছুক ৭ম ব্যাচের বেশ কয়েকজন শিক্ষার্থী বলেন, মশিউর রহমান লিজনের গ্রামের বাড়ি বগুড়া। গ্রামের বাড়ি বগুড়া হওয়ায় বিএনপি ও তার অঙ্গসংগঠনের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে তার নিয়মিত যোগাযোগ রয়েছে। তিনি ২০১২ সালের পর থেকে বিভাগে ছাত্রদলের কর্মী পরিচয় দিতেন। ছাত্রদলের কেন্দ্রীয় কর্মসূচিতে তিনি বিভাগের সহপাঠীদের নেয়ার চেষ্টা করতেন। পাশাপাশি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্রেস উইং সদস্য মারুফ কামালের ঘনিষ্টজন বলে নিজেকে পরিচয় দিতেন। ২০১৪ সালে নিজেকে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির নাট্য ও উপন্যাসবিষয়ক উপসম্পাদক পরিচয় দিয়েছেন।

jnu2

লিজনের ব্যাচমেট সুব্রত মণ্ডল বলেন, ‘লিজনকে জবি ছাত্রলীগের নবগঠিত সুপার কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক পদে মনোনীত করায় অামরা বিস্মিত হয়েছি। কারণ সে ছাত্রদল করত। সে মারুফ কামালের লোক। কীভাবে জবি ছাত্রলীগে সে পদ পেলে তা ভাববার বিষয় হয়ে দাঁড়িয়েছে।’

এদিকে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) দৈনিক প্রকৃতির সংবাদ পত্রিকার ক্যাম্পাস প্রতিনিধি এহসানুল মাহবুব জোবায়েরের ওপর অতর্কিত হামলার ঘটনায় শাখা ছাত্রলীগের সভাপতি তরিকুল ইসলামের কর্মী তানভীর চৌধুরী শাকিলকে বহিষ্কার করেছে।

জানা যায়, গত বুধবার বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের দুু’গ্রুপের সংঘর্ষের ঘটনার সংবাদ বিভিন্ন জাতীয় পত্রিকার প্রকাশ হয়। এতে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদকের কর্মী অয়নকে তানভীর চৌধুরী শাকিলের হাতুরি দিয়ে মাথা থেতলিয়ে দেয়ার খবর প্রকাশ পায়। তার নামে সংবাদ প্রকাশিত হওয়ায় বৃস্পতিবার দুপুরে টিএসসিতে সাংবাদিক এহসানুল মাহবুব জোবায়েরের মাথায় কাঁচের গ্লাস দিয়ে আঘাত করেন শাকিল।

গুরুতর আহত অবস্থায় বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকরা তাকে উদ্ধার করে ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। হাসপাতালের দায়িত্বরত চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। বর্তমানে যুবায়ের সুমনা ক্লিনিকে চিকিৎসা নিচ্ছেন।

জবি ছাত্রলীগের দুজনকে বহিষ্কারের ব্যাপারে কেন্দ্রীয় সভাপতি সাইফুর রহমান সোহাগের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে ফোনে পাওয়া যায়নি।

বিএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।