হাজী দানেশে আন্তর্জাতিক হোস্টেল নির্মাণের প্রস্তাব

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮:৫৫ এএম, ০৪ জানুয়ারি ২০১৮

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একটি আন্তর্জাতিক মানের হোস্টেল নির্মাণের প্রস্তাব দিয়েছেন বিদেশি শিক্ষার্থীরা। বুধবার বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) চেয়ারম্যানের সঙ্গে শিক্ষার্থীদের সাক্ষাতকালে এমন প্রস্তাব করা হয়।

শিক্ষার্থীদের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন নাইজেরিয়ার শিক্ষার্থী আবু বকর হালিলু। বর্তমানে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নেপাল, ভারত, নাইজেরিয়া, ইথিওপিয়া ও সোমালিয়ার প্রায় ২৫০ জন বিদেশি শিক্ষার্থী অধ্যয়ন করছেন। সাক্ষাৎকালে বিদেশি শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়টির একাডেমিক পরিবেশ এবং সুযোগ-সুবিধাদি সম্পর্কে সন্তোষ প্রকাশ করেন। তারা বিশ্ববিদ্যালয়ে বিদেশি শিক্ষার্থীদের জন্য একটি আন্তর্জাতিক হোস্টেল নির্মাণে অর্থ বরাদ্দের জন্য ইউজিসি চেয়ারম্যানকে অনুরোধ জানান।

ইউজিসি চেয়ারম্যান প্রতিনিধি দলকে বলেন, বিদেশি শিক্ষার্থীদের জন্য এ ধরনের একটি হোস্টেল নির্মাণের পরিকল্পনা বিবেচনাধীন রয়েছে। শিগগিরই বাজেট বরাদ্দের বিষয়টি নিয়ে আলোচন করা হবে। মতবিনিময় সভায় হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মু. আবুল কাসেম সহ উক্ত বিশ্ববিদ্যালয়ের অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগেও আবাসনের বিষয়ে গত ২ জানুয়ারি বিদেশি শিক্ষার্থীরা ইউজিসি চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাত করেন।

এমএইচএম/এআরএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।