ছাত্রলীগ কর্মীদের পড়ালেখা করার পরামর্শ শাবি উপাচার্যের

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক শাবি
প্রকাশিত: ০৪:১৬ এএম, ০১ জানুয়ারি ২০১৮

ছাত্রলীগ কর্মীদের উদ্দেশ্য করে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেছেন, এক সময় সেরা মেধাবীরাই ছাত্রলীগ করত, তারা ক্লাসে প্রথম হত। বর্তমানে ছাত্রলীগ একটি ইমেজ সংকটে ভুগছে। পড়ালেখা করতে হবে, শিক্ষা হলে শান্তি ও প্রগতিও হবে। বিশ্ববিদ্যালয়কে ধুমপান এবং মাদকমুক্ত করতে হবে। স্বাধীনতা যুদ্ধে ছাত্রলীগের অবদান ছিল সবচেয়ে বেশি। সেই গৌরব ফিরিয়ে আনতে হবে।

রোববার বিকেলে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ (একাংশ) আয়োজিত মহান বিজয় দিবস ও শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

শাখা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি রুহুল আমিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইমরান খানের সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. ইলিয়াস উদ্দিন বিশ্বাস, ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. রাশেদ তালুকদার, সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. মস্তাবুর রহমান, প্রক্টর সহযোগী অধ্যাপক জহির উদ্দিন আহমেদ, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মহিবুল আলমসহ ছাত্রলীগের অন্যান্য নেতা কর্মীরা।

আলোচনা সভা শেষে রাতে ক্যাম্পাসে শাখা ছাত্রলীগের এই অংশের নেতাকর্মীরা বার-বি-কিউ পার্টির আয়োজন করে। তাছাড়া ছাত্রলীগের অন্য অংশ কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য আবু সাঈদ আকন্দ এবং সাজিদুল ইসলাম সবুজের অনুসারীও পৃথক বার-বি-কিউ পার্টির আয়োজন করে।

আব্দুল্লাহ আল মনসুর/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।