‘বিশ্ববিদ্যালয়ের পচন রুখতে প্রয়োজন রাকসু নির্বাচন’
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচানের দাবিতে ধারাবাহিক আন্দোলনের অংশ হিসেবে ক্যাম্পাসে বিক্ষোভ-সমাবেশ করেছে শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের নানামুখী সমস্যা সমাধানে রাকসু নির্বাচনের কোনো বিকল্প নেই বলে কর্মসূচি থেকে শিক্ষার্থীরা জানান।
রোববার দুপুরে রাকসু নির্বাচনের দাবিতে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেখানে এসে সমাবেশে মিলিত হয়। ‘রাকসু আন্দোলনের মঞ্চ’ ব্যানারে এ কর্মসূচি পালিত হয়।
সমাবেশে বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী শরিফুল হক পিয়াস বলেন, ২৭ বছর ধরে রাকসু অচল থাকলেও এর জন্য চাঁদা নেয়া অব্যাহত রয়েছে। ছাত্র প্রতিনিধি ছাড়ায় বিশ্ববিদ্যালয়ের সিনেট সভা হচ্ছে। আজ বিশ্ববিদ্যালয়গুলো শিক্ষা-গবেষণার মান নিম্নমুখী, বিশ্ববিদ্যালয়ে অনিয়ম-দুর্নীতি, সন্ত্রাস বাসা বেঁধেছে। সার্বিকভাবে বলা যায়, বিশ্ববিদ্যালয়গুলোতে পচন ধরতে শুরু করেছে। এ পচন রুখতে প্রয়োজন রাকসু নির্বাচন।
নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মহিউদ্দীন মানিক বলেন, রাকসু শিক্ষার্থীদের অধিকার আদায়ের মঞ্চ। রাকসু অচল থাকার ফলে শিক্ষার্থীদের দাবি, চাহিদাগুলো প্রশাসনের কাছে তুলে ধরার অভিভাবক নেই।
রাবি শাখা কেন্দ্রীয় সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি আব্দুল মজিদ অন্তরের সঞ্চালনায় কর্মসূচিতে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, অর্থনীতি বিভাগের শিক্ষার্থী সাইফুল ইসলাম, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী মিঠু।
এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থী, বিভিন্ন রাজনৈতিক, সাংস্কৃতিক, সামাজিক সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
রাশেদ রিন্টু/এএম/আরআইপি