পথশিশুদের ঈদের পোশাক দিল ইউল্যাব এসডব্লিউসি ক্লাব


প্রকাশিত: ০৬:০১ পিএম, ১৩ জুলাই ২০১৫

সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদের পোশাক বিতরণ করলো বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব সোশ্যাল ওয়েলফেয়ার ক্লাব (এসডব্লিউসি)।

সোমবার মোহাম্মদপুর বেড়িবাঁধ এলাকায় ‘শনির বিল’-এ সুবিধাবঞ্চিত পথশিশুদের মাঝে তারা ঈদের নতুন পোশাক বিতরণ করে। বিকেল ৫ টা থেকে শুরু হয়ে বিতরণ অনুষ্ঠান চলে বিকাল সাড়ে ৬টা পর্যন্ত।  

গত ৭ দিন ইউল্যাব এসডব্লিউসি ক্লাবের সদস্যবৃন্দরা অর্থ সংগ্রহ করে। সেই অর্থ দিয়েই নতুন পোশাক কিনে পথশিশুদেরকে বিতরণ করা হয়।

এসময় উপস্থিত এসডব্লিউসি ক্লাবের সাবেক সভাপতি মো. তৌহিদুল ইসলাম (শাওন) বলেন, ক্লাবটি শুধুমাত্র ঈদের পোশাক বিতরণ নয়, পাশাপাশি নানা সমস্যার ওপর কাজ করছে। বিনামূল্যে রক্তদান কর্মসূচি, শীতবস্ত্র প্রদানসহ নিয়মিত দুঃস্থদের পাশে দাঁড়ায় ক্লাবটি। আশা করি আগামিতেও সুবিধাবঞ্চিতদের পাশে দাঁড়াবে ক্লাবটি।

এআর/এসআরজে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।