জাবিতে পূজা ও ঈদের ছুটি শুরু ২৮ সেপ্টেম্বর


প্রকাশিত: ০৯:০৫ এএম, ২৪ সেপ্টেম্বর ২০১৪

শারদীয় দুর্গা পূজা, পবিত্র ঈদ-উল-আযহা এবং লক্ষ্মী পূজা উপলক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) নিয়মিত ক্লাস-পরীক্ষা আগামী ২৮ সেপ্টেম্বর থেকে ১৪ অক্টোবর বন্ধ থাকবে।
 
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। অন্যদিকে, দাফতরিক ছুটি শুরু হবে আগামী ২ অক্টোবর এবং চলবে ১১ অক্টোবর পর্যন্ত। এদিকে, আজ বুধবার জাবিতে ২০১৪-১৫ শিক্ষাবর্ষের অধীন প্রথমবর্ষ ভর্তি পরীক্ষার জীববিজ্ঞান অনুষদের পরীক্ষা চলছে।

পরীক্ষায় উপস্থিতির হার সন্তোষজনক বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) মোহাম্মদ আলী। আগামীকাল বৃহষ্পতিবার ই-ইউনিটের অধীন বিজনেস স্টাডিজ, জি-ইউনিটের অধীন আইবিএ-জেইউ এর পরীক্ষা অনুষ্ঠিত হবে। হরতালের কারণে এই ইউনিট দুটির পরীক্ষা পেছানো হয়েছিল।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।