দিয়াজ হত্যা : চবি শিক্ষক কারাগারে

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ০৭:২৯ এএম, ১৮ ডিসেম্বর ২০১৭

কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সম্পাদক ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের যুগ্ম-সম্পাদক দিয়াজ ইরফান হত্যা মামলার আসামি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও সাবেক সহকারী প্রক্টর আনোয়ার হোসেন চৌধুরীকে কারগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

উচ্চ আদালতের ৬ সপ্তাহ জামিনের শেষ দিনে সোমবার চট্টগ্রামের মুখ্য মহানগর বিচারক মশিউর রহমানের আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন চবির এ প্রভাবশালী শিক্ষক। কিন্তু আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বিষয়টি নিশ্চিত করে বাদী পক্ষের আইনজীবী অ্যাড. আবু মনসুর জাগো নিউজকে বলেন, মামলার আসামি আনোয়ার হোসেন আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে আদালত তা নামঞ্জুর করে জেলহাজত পাঠান।

রাকিব/এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।