শেকৃবিতে বর্ণাঢ্য আয়োজনে বিজয় দিবস উদযাপন
বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) বিজয় দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। বিজয় দিবস উপলক্ষে পুরো ক্যাম্পাসের সবগুলো ভবন সাজানো হয়েছে।
শনিবার সকাল ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদ ভবনের সামনে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. কামাল উদ্দিন আহাম্মদ। এ সময় মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। এরপর উপাচার্যের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন।
পরে ক্রীড়া ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তারা অংশগ্রহণ করেন। এছাড়াও রাতে আবাসিক হলগুলোতে শিক্ষার্থীদের জন্য উন্নতমানের খাবার পরিবেশন করা হয়।
এমআরএম/আরআইপি