শাবিতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যথাযথ মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয় প্রশাসন বিভিন্ন কর্মসূচি পালন করে।
কর্মসূচিগুলোর মধ্যে রয়েছে কালো ব্যাজ ধারণ, জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধু চত্বরে ও শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, সেমিনার ও আলোচনা সভা এবং সন্ধ্যায় শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে মোমবাতি প্রজ্বলন।
বৃহস্পতিবার সকাল আটটায় শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বঙ্গবন্ধু চত্বর ও শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।
এরপর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ, শিক্ষক সমিতি, হল প্রশাসন, কর্মকর্তা কর্মচারীদের সংগঠন ও বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
এদিকে সকাল দশটায় বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে দিবসটি উপলক্ষে সেমিনার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সেমিনারে অধ্যাপক ড. এ. জেড এম. মঞ্জুর রশিদের সভাপতিত্বে ও রেজিস্ট্রার মুহাম্মদ ইশফাকুল হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, হানাদার বাহিনী পরাজিত নিশ্চিত জেনে এ দেশের দোসরদের সহযোগিতায় বেছে বেছে হত্যা করেছিল এ দেশের সূর্যসন্তানদের। নতুন বাংলাদেশকে মেধা ও মননে পঙ্গু করে দিতে তারা এই বুদ্ধিজীবী হত্যার নীল নকশা করেছিল।
সেমিনারে বিশেষ অতিথি হিসেবে ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. ইলিয়াস উদ্দিন বিশ্বাস এবং আলোচক হিসেবে ছিলেন ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. রাশেদ তালুকদার, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আব্দুল গণি।
সেমিনারে ‘শহীদ বুদ্ধিজীবী দিবস ও আজকের প্রাসঙ্গিকতা’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন বিবিএ বিভাগের সহযোগী অধ্যাপক ড. মাজহারুল হাসান মজুমদার।
আলোচনায় সভায় আরও বক্তব্য রাখেন- শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. সৈয়দ সামসুল আলম, শাখা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি রুহুল আমিন, সাধারণ সম্পাদক ইমরান খান।
আব্দুল্লাহ/এএম/এমএস