জাবির গণিত বিভাগে পিএমএসএম প্রোগ্রাম চালু


প্রকাশিত: ০৪:৫৮ এএম, ০৮ জুলাই ২০১৫

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) গণিত বিভাগে প্রফেশনাল মাস্টার অব সায়েন্স এন্ড ম্যাথমেটিকস (পিএমএসএম) প্রোগ্রাম চালু করা হয়েছে। গণিত বিভাগের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গণিত বিভাগের অধ্যাপক ও এই প্রোগ্রামের সমন্বয়কারী ড. শরিফ উদ্দিন জানান, ভর্তির জন্য আবেদনকারীর অন্তত গণিত, ফলিত গণিত, পরিসংখ্যান, পদার্থবিদ্যা, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের যে কোন একটিতে স্নাতক ডিগ্রি থাকতে হবে।

বিজ্ঞপ্তিতে  বলা হয়, এই প্রোগ্রামে ভর্তির জন্য এক ঘন্টার ভর্তি পরীক্ষা গণিত ও ইংরেজী ভাষার দক্ষতার উপর অনুষ্ঠিত হবে। নির্বাচিত পরীক্ষার্থীদের চূড়ান্ত নির্বাচনের জন্য ভর্তির সময় মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।

আবেদনকারী অনলাইনে বা অফলাইনে সরাসরি আবেদন করতে পারবেন। নির্ধারিত আবেদনপত্র গণিত বিভাগের অফিস থেকে সংগ্রহ করা যাবে এছাড়া (www.pmsm.info) থেকেও ডাউনলোড করা যাবে। গণিত বিভাগের অফিসে পূরণকৃত ফর্মের সাথে সকল সার্টিফিকেটের ও মার্কশিটের সত্যায়িত কপি, ও দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি সংযুক্ত করে সাতশত পঞ্চাশ টাকা সহ অফিস চলাকালীন সময় (শুক্রবার সহ) জমা দিতে পারবেন।

আবেদনপত্র ৬ আগস্ট থেকে ১০ আগস্ট পর্যন্ত পাওয়া যাবে। ভর্তি পরীক্ষা ১৪ আগস্ট অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষার ফল আগামী ১৭ আগস্ট প্রকাশ করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এছাড়া ভর্তির জন্য বিস্তারিত তথ্য (www.pmsm.info) সাইটে পাওয়া যাবে। যে কোন তথ্যের জন্য মোবাইলে যোগাযোগ করতে হবে ০১৮১৩৫৬৬৮৪৪ নম্বরে।

এসআইএস/এআরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।