জবি রোভার স্কাউটের নতুন কমিটি গঠন


প্রকাশিত: ০৯:০৪ এএম, ০৪ জুলাই ২০১৫

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) রোভার স্কাউট গ্রুপের ২০১৫-২০১৬ রোভার-ইন কাউন্সিলের নতুন কমিটি গঠিত হয়েছে। নতুন কমিটিতে রাষ্ট্র বিজ্ঞান বিভাগের ৬ষ্ঠ ব্যাচের শিক্ষার্থী তাজিন জাহেদ (জনি) সভাপতি এবং আইন বিভাগের ৭ম ব্যাচের সুবল চন্দ্র শীল সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

শুক্রবার রাতে বিশ্ববিদ্যালয়ের রোভার স্কাউট ডেনে বর্তমান সিনিয়র রোভার মেটদের মতামতের ভিত্তিতে এ কাউন্সিল গঠন করা হয়।

ঘোষিত নতুন কমিটিতে সহ-সভাপতি পদে ইসরাত আফরোজ ও খায়রুল মোল্লা এবং অর্থ ও দপ্তর সম্পাদক হিসেবে মো.কামরুজ্জামান নির্বাচিত হয়েছেন। এ সময় জবি রোভার স্কাউট গ্রুপের গ্রুপ সম্পাদক অধ্যাপক ড.মো. মনিরুজ্জামান খন্দকার, রোভার স্কাউট লিডার মো.আবুসালেহ সেকেন্দার এবং প্রাক্তন রোভাররা উপস্থিত ছিলেন।

নির্বাচিত সভাপতি তাজিন জাহেদ (জনি) বলেন, কয়েক দিনের মধ্যেই নতুন কাউন্সিলের অন্যান্য সম্পাদক মতামতের ভিত্তিতে নির্বাচিত করা হবে। এ কাউন্সিল আগামী ২০১৫-২০১৬ মেয়াদে দায়িত্ব পালন করবে।

উল্লেখ্য, বিগত কাউন্সিলে সাধারণ সম্পাদক পদে ত্রিদীপ কুমার মণ্ডল এবং সভাপতি হিসেবে মো. এখলাস উদ্দিন দায়িত্ব পালন করেন।

সুব্রত মণ্ডল/এসকেডি/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।