শাবিতে ১১ দিনব্যাপী অবস্থান কর্মসূচি চলছে


প্রকাশিত: ০৪:৫৯ এএম, ০২ জুলাই ২০১৫

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আমিনুল হক ভুইয়ার পদত্যাগের দাবিতে বৃহস্পতিবার একাদশতম দিনের মতো উপাচার্য কার্যালয়ের প্রধান ফটকে তালা ঝুলিয়ে অবস্থান কর্মসূচি অব্যাহত রেখেছেন আন্দোলনরত শিক্ষকরা।

সকাল সাড়ে ৭টা থেকে আওয়ামীপন্থী শিক্ষকদের একাংশ ‘মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ শিক্ষক পরিষদ’ তাদের আন্দোলন কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। আন্দোলন শুরুর দিকে প্রথম দুদিন উপাচার্য অফিসে কৌশলে ঢুকে বিশ্ববিদ্যালয় সচল রাখতে বিভিন্ন হলের প্রভোস্ট ও প্রক্টর-সহকারী প্রক্টর এবং ছাত্রকল্যাণ উপদেষ্টা পদে নতুন করে নিয়োগ দেন এবং ২০ এপ্রিল বিভিন্ন দফতরের ৩৭টি পদে ৩৫ জন শিক্ষকের করা পদত্যাগপত্র গ্রহণ করেন। এরপর গত নয়দিন ধরে তিনি আর কার্যালয়ে আসার চেষ্টা করেননি।

তবে তিনি গত বুধবার দুপুরে শাবি প্রেসক্লাব পরিদর্শন করেন। এর আগে সোমবার বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ আয়োজিত শেখ রাসেল ফুটবল টুর্নামেন্ট ২০১৪ এর ফাইনাল খেলার উদ্বোধন করেন এবং খেলা শেষে চ্যাম্পিয়ন দলের হাতে ট্রফি তুলে দেন। এছাড়া নগরের বিভিন্ন সংগঠনের অনুষ্ঠানে তিনি প্রায় নিয়মিতই অংশ নিচ্ছেন।

প্রসঙ্গত, দুর্নীতি, স্বজনপ্রীতি, অসৌজন্যমূলক আচরণের অভিযোগ এনে গত ২০ এপ্রিল বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের পদত্যাগের দাবিতে বিভিন্ন দফতরের ৩৭টি পদে ৩৫ জন শিক্ষক পদত্যাগ করেন।

গত ২৩ এপ্রিল শিক্ষকদের আন্দোলনের মুখে দুই মাসের ছুটিতে চলে যান শাবি উপাচার্য অধ্যাপক ড. মো. আমিনুল হক ভুইয়া। পরে তিনি ক্যম্পাসে যোগদানের ঘোষণা দিলে গত ১৮ জুন থেকে আবারো আন্দোলনে নামেন মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ শিক্ষক পরিষদ। এছাড়া গত ২৫ জুন তারা উপাচার্যের দুর্নীতির একটি শ্বেতপত্র প্রকাশ করেন।

ছামির মাহমুদ/এমজেড/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।