শাবিতে আবারো শিক্ষক-ছাত্রলীগের মুখোমুখি অবস্থান কর্মসূচি


প্রকাশিত: ০৮:৩৯ এএম, ০১ জুলাই ২০১৫

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের পদত্যাগ দাবিতে আন্দোলনে থাকা সরকার সমর্থিত শিক্ষকদের একাংশ ‘মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ শিক্ষকবৃন্দ’ এর শিক্ষকরা এবং সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে বুধবার আবারো মুখোমুখি অবস্থান কর্মসূচি পালন করছেন ছাত্রলীগের কর্মীরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার সকাল সাড়ে ৮টা থেকে প্রশাসন ভবন-২ (উপাচার্য ভবন) অবরোধ করে সেখানেই অবস্থান নেয় আন্দোলনকরী শিক্ষকরা।

‘মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ শিক্ষকবৃন্দ’এর আহ্বায়ক অধ্যাপক সৈয়দ সামসুল আলম জানান, উপাচার্য পদত্যাগ না করা পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।

সূত্র আরো জানায়, দুপুর ১টার দিকে ‘সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে’ র্যালি করে উপাচার্য ভবনের সামনে আন্দোলনরত শিক্ষকদের মুখোমুখি অবস্থান নেয় ছাত্রলীগ কর্মীরা।

পরে সেখানেই তারা সমাবেশ করে। সমাবেশে বক্তব্য রাখেন, সৈয়দ জোয়েম, হাফিজ আল আসাদ, আনোয়ার হোসেন, ফিরোজ আহমদ, প্রশান্ত রায়, হাসিব, কামরুল ইসলাম প্রমুখ।

# শাবিতে শিক্ষক-ছাত্রলীগের মুখোমুখি অবস্থান কর্মসূচি

এসএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।