জবি ছাত্রলীগের হাতে সাংবাদিক লাঞ্ছিত


প্রকাশিত: ০২:২১ পিএম, ৩০ জুন ২০১৫

দোকান থেকে ফাও (বিনামূল্যে) খাবার খাওয়ার অভিযোগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী ইমাম হাসান সাগরকে মারধর করেছে ছাত্রলীগের কর্মীরা। মঙ্গলবার দুপুর ১টার দিকে জবি ক্যাম্পাসের সামনে এ ঘটনা ঘটে। সাগর একটি দৈনিক পত্রিকায় বিশ্ববিদ্যালয় সংবাদদাতা হিসেবে কাজ করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, জবি শিক্ষার্থীদের ঘোষিত টিএসসিতে অবস্থিত একটি দোকান থেকে খাবার খান সাগর। দোকানদার টাকা চাইলে তিনি টাকা নেই বলে জানান। এ সময় তিনি বলেন, তিনি ছাত্রলীগের মত টোকাই না। এ কথা শুনে প্রতিবাদ করেন পাশে বসা ছাত্রলীগকর্মী সাইফ আহমেদ লিখন, মাসুদ এবং সাদিক। এর এক পর্যায়ে সাগর ও ছাত্রলীগকর্মীদের মধ্যে বাকবিতন্ডা হয়। এ ঘটনার এক ঘণ্টা পর সাগরকে টিএসসির সামনে পেয়ে মারধর করে জবি ছাত্রলীগকর্মীরা।

এ বিষেয় জবি ভারপ্রাপ্ত প্রক্টর ড. নূর মোহাম্মাদ বলেন, সাগরের অভিযোগ তিনি পেয়েছেন। এ ব্যাপারে ছাত্রলীগকর্মীদের কাছে জানতে চাওয়া হবে। পরে সিদ্ধান্ত নেয়া হবে। বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

এ বিষয়ে সাগর বলেন, দোকানদারের সঙ্গে আমার কথায় কাটাকাটি হলে ছাত্রলীগকর্মী মাসুদ ও লিখন তাকে বিনা কারণে মারধর করে।

তবে এ বিষয়ে মাসুদ বলেন, সাগর ফাও (বিনামূল্যে) খাবার খায়। দোকানদার টাকা চাইলে সে বলেন, সে কি টোকাই ছাত্রলীগ নাকি। ছাত্রলীগকে টোকাই বলার কারণ জিজ্ঞাসা করায় নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে সে আমাকে দেখে নেবে বলে হুমকি দেয়।

জবি ছাত্রলীগের সভাপতি এফএম শরিফুল ইসলাম জাগো নিউজকে বলেন, বঙ্গবন্ধু ও বাংলাদেশ ছাত্রলীগ নিয়ে কুরুচীপূর্ণ বক্তব্য দেয়ার অধিকার কারো নেই। তাকে সতর্ক করে দেয়া হবে।

আরএস/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।