ইবির আবাসিক হলে আগুন : বিদুৎ সরবরাহ বন্ধ


প্রকাশিত: ০২:২৫ পিএম, ২৮ জুন ২০১৫

বৈদ্যুতিক তার বিস্ফোরিত হয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে এতে কেউ আহত হননি। রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের সাদ্দাম হোসেন হলে বিদ্যুতের ভূগর্ভস্থ তার বিস্ফোরিত হয়ে আগুন লাগার ঘটনা ঘটে বলে জানা গেছে।

এদিকে আগুনে তার পুড়ে যাওয়ায় এ হলে বিদুৎ সরবরাহ বন্ধ রয়েছে। এতে চরম বিড়ম্বনায় পড়েছে হলে অবস্থানরত শিক্ষার্থীরা।

প্রত্যক্ষদর্শী ও হলে অবস্থানরত শিক্ষার্থীদের ভাষ্যমতে, রোববার দুপুর পৌনে একটার দিকে বিশ্ববিদ্যালয়ের সাদ্দাম হোসেন হলের উত্তর ব্লকের সিড়ির ভূগর্ভস্থ বৈদ্যুতিক তার বিস্ফোরিত হয়ে আগুনের লেলিহান শিখা জ্বলে ওঠে এবং হলের অভ্যন্তরীণ কালো ধোয়ায় আচ্ছন্ন হয়ে যায়। এসময় হলের শিক্ষার্থীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এসময় হলে বৈদ্যুতিক আগুন লেগে যাওয়ায় শিক্ষার্থীদের মধ্যে চরম ভীতি ছড়িয়ে পড়ে। অনেকে দৌঁড়ে পালাতে গিয়ে আহত হয়েছেন। উত্তর ব্লকের সিড়ির নিচে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ায় হলে অবস্থানরত শিক্ষার্থীরা ভয়ে চিৎকার করতে থাকে। এদিকে আগুনে বৈদুতিক কেবল পুড়ে যাওয়ায় ওই হলে এখনো পর্যন্ত বিদুৎ সরবরাহ বন্ধ রয়েছে। এতে হলে অবস্থানরত শিক্ষার্থীরা চরম ভোগান্তি পড়েছেন। সাদ্দাম হোসেন হলের আবাসিক শিক্ষার্থী মাহমুদুল হাসান রনি বলেন, দুপুর থেকে বিদুৎ না থাকায় নিত্যপ্রয়োজনীয় কার্যক্রমে চরম সমস্যা হচ্ছে।  বিষয়টি হল প্রশাসনকে জানানো হলেও তারা এখনো কোনো পদক্ষেপ নেননি।

সাদ্দাম হোসেন হলের প্রভোস্ট প্রফেসর ড. এস এম মোস্তফা কামাল বলেন, দুর্ঘটনাবশত হলে আগুনের সূত্রপাত হলে বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল অফিস তাৎক্ষণিকভাবে সংবাদ দেওয়া হয়। সংবাদ পেয়ে প্রকৌশল অফিস থেকে মেইন সুইচ বন্ধ করে দিলে আগুন নিভে যায়। তবে এ ঘটনায় কেউ আহত হননি। এছাড়া জরুরি ভিত্তিতে হলে বিদ্যুত সংযোগ দেওয়ার প্রক্রিয়া চলছে।

এমএএস/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।