হাবিপ্রবিতে শিক্ষকদের মানববন্ধন


প্রকাশিত: ১১:০৫ এএম, ২৮ জুন ২০১৫

বিশ্ববিদ্যালয় শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেল ঘোষণা এবং প্রস্তাবিত ৮ম জাতীয় বেতন স্কেল পুনঃনির্ধারণের দাবিতে মানববন্ধন পালন করেছে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা।

রোববার বেলা ১১টায় হাবিপ্রবি শিক্ষক সমিতির আয়োজনে বিশ্ববিদ্যালয়ের সম্মুখে দিনাজপুর-ঢাকা মহাসড়কে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

হাবিপ্রবি শিক্ষক সমিতির সদস্য সচিব প্রফেসর ড. এ. টি. এম শফিকুল ইসলামের সঞ্চালনায় ও হাবিপ্রবি শিক্ষক সমিতির কার্যকরী সদস্য প্রফেসর ড. বলরাম রায় এর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন মেডিসিন সার্জারি অ্যান্ড অবস্টেট্রিক্স্র বিভাগের প্রফেসর ডা. মো. ফজলুল হক, কৃষি সম্প্রসারণ বিভাগের প্রফেসর কৃষিবিদ প্রফেসর ড. মো. সাইফুল হুদা, পদার্থ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মো. মমিনুল ইসলাম প্রমুখ।

মানববন্ধনে বক্তরা বলেন, প্রস্তাবিত পে-স্কেল বিশ্ববিদ্যালয় শিক্ষকদের জন্য চরম অপমানকর। এশিয়ার প্রায় দেশেই বিশ্ববিদ্যালয় শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেল চালু আছে। কিন্তু বাংলাদেশে উদ্দেশ্যমূলক ভাবে শিক্ষকদের মর্যাদা হেয় করার জন্য তাদের বেতন স্কেল কয়েকধাপ অবনমন করা হচ্ছে। বিশ্ববিদ্যালয় সিনিয়র অধ্যাপকদের সিলেকশন গ্রেড বাদ দিয়ে জাতীয় বেতন স্কেল ঘোষণা নিতান্তই অযৌক্তিক এবং বিশ্ববিদ্যালয় শিক্ষক সমাজের জন্য অপমানজনক। বিশ্ববিদ্যালয়ের সিনিয়র অধ্যাপকদের সিলেকশন গ্রেড চালু করে ন্যূনতম সিনিয়র সচিব পদমর্যাদা সম্পন্ন স্কেল দেয়ার জন্য এবং পরবর্তী ধাপসমূহ যেমন-সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক ও প্রভাষকদের বেতন কাঠামোও ক্রমানুসারে নির্ধারণ করার জন্য সরকারের কাছে আবেদন জানান বক্তারা।

এমদাদুল হক মিলন/এমএএস/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।