কুয়েটে রোববার থেকে রমজান উপলক্ষে ছুটি শুরু


প্রকাশিত: ১০:৫৬ এএম, ২৮ জুন ২০১৫

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) রোববার (২৮ জুন) থেকে রমজান উপলক্ষে ছুটি শুরু হয়েছে। এ ছুটি চলবে আগামী ১৩ জুলাই ২০১৫ পর্যন্ত। বিশ্ববিদ্যালয়ের প্রেসবিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।

প্রেসবিজ্ঞপ্তিতে আরো বলা হয়, এসময় বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাশ ও পরীক্ষা বন্ধ থাকবে। তবে বিশ্ববিদ্যালয়ের সকল অফিস কার্যক্রম চলবে। এছাড়া আগামী ১৪ জুলাই থেকে ২৫ জুলাই পর্যন্ত জুমআতুল বিদা, শব-ই-কদর ও পবিত্র ঈদ-উল-ফিতর-এর ছুটি থাকবে। এ সময় বিশ্ববিদ্যালয়ের ক্লাশ, পরীক্ষা ও অফিস বন্ধ থাকবে। ছুটি শেষে আগামী ২৬ জুলাই রোববার থেকে বিশ্ববিদ্যালয়ের অফিস, ক্লাস ও পরীক্ষাসমূহ নির্ধারিত সময়সূচি অনুযায়ী শুরু হবে।

আলমগীর হান্নান/এসএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।