কায়রোতে বিএসএমএমইউ’র উপাচার্য
দি ফোর্থ এডিশন অব মার্ক আফ্রিকা লিউমিন্যারিতে প্যানেলিস্ট হিসেবে যোগ দিতে মিশরের কায়রো গেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খান। রোববার দিবাগত রাতে কায়রোর উদ্দেশে তিনি ঢাকা ছাড়েন। মঙ্গলবার থেকে তিনদিনব্যাপী ওই অনুষ্ঠানে যোগ দেয়ার পাশাপাশি এশিয়া এডভাইজরি বোর্ডের সভায়ও তিনি অংশ নেবেন।
সোমবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা প্রশান্ত কুমার মজুমদার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সব তথ্য জানানো হয়েছে।
এতে জানানো হয়, আগামী ২৮ অক্টোবর তিনি দেশে ফিরবেন। তার অনুপস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের প্রোভিসি (প্রশাসন) অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ উপাচার্যের রুটিন দায়িত্ব পালন করবেন।
উল্লেখ্য, সাবেক আইপিজিএমঅ্যান্ডআর (বর্তমানে বিএসএমএমইউ) সাবেক পরিচালক, দেশের প্রখ্যাত অবস অ্যান্ড গাইনি বিশেষজ্ঞ অধ্যাপক ডা. টি এ চৌধুরীও মার্ক আফ্রিকা লিউমিন্যারিতে যোগ দেবেন।
এমইউ/জেডএ/আইআই