বাদ পড়া ১৩ হাজার শিক্ষার্থীর টাকা ফেরতের দাবি

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ০৫:০৬ এএম, ২৩ অক্টোবর ২০১৭

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ওয়েবসাইটে ২০১৭ -২০১৮ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষ ভর্তি পরীক্ষায় যোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়েছে। এবছর অনলাইনে প্রায় ২৫ হাজারের অধিক শিক্ষার্থী আবেদন করেন যারা ৭০০ টাকা করে আবেদন ফি প্রদান করেছেন। কিন্তু এসএসসি ও এইচএসসি বা সমমান পরীক্ষায় চতুর্থ বিষয় বাদে ৯.৬৭ আছে এমন ১২ হাজার ২১২ জন শিক্ষার্থীকেই ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেয়া হয়েছে। আর এতে বাদ পড়েছেন ১৩ হাজার শিক্ষার্থী।

ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশের পর থেকেই আবেদনকারীদের ফি ফেরত দেয়া নিয়ে আন্দোলন করে আসছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রফ্রন্ট ও ছাত্র ইউনিয়ন। গত বৃহস্পতিবার (১৯ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে যোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করার পরপরই এই বিষয়টি নিয়ে ফেসবুকে অসন্তোষ প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। পরীক্ষায় বসতে না দেয়া শিক্ষার্থীদের আবেদন ফি ফেরত না দেয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।

এ বিষয়ে ভেটেরিনারি অনুষদের মাস্টার্সের শিক্ষার্থী রাফসান জানি নয়ন বলেন, ভর্তিযুদ্ধের সময় একজন শিক্ষার্থীকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে হয়। এজন্য অনেক টাকা খরচ হয়। সেখানে বাকৃবিতে শিক্ষার্থী টাকা খরচ করেও পরীক্ষা দিতে পারছেন না। এ বছর বাদ পড়া ১৩ হাজার শিক্ষার্থীর কাছ থেকে ৭০০ টাকা করে আবেদন ফি নেয়া হলে মোট টাকার পরিমাণ দাঁড়ায় ৯১ লাখ টাকা। যারা এই বিশ্ববিদ্যালয় চোখেই দেখতে পারলেন না তাদের কাছ থেকে এই ৯১ লাখ টাকা নেয়ার যৌক্তিকতা কী?

এ বিষয়ে অনেক শিক্ষার্থী বলেন, যাদের জিপিএ ৯.০০ আছে তাদের সবাইকে বিনামূল্যে আবেদন করার সুযোগ দেয়া যেতে পারে। তারপর আবেদনকারীদের মধ্য থেকে ১২ হাজার শিক্ষার্থীকে বাছাই করে যোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে এবং যারা যোগ্য প্রার্থী হবেন শুধু তারাই টাকা জমা দিয়ে এডমিট কার্ড তুলতে পারবেন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. সুভাষ চন্দ্র চক্রবর্তী বলেন, আবেদনকারীদের সবাইকে পরীক্ষা দিতে দেয়া হবে না তা ভর্তি বিজ্ঞপ্তিতেই বলা হয়েছে। ভর্তি পরীক্ষায় বসতে না পারা আবেদনকারীদের আবেদন ফি যার যার কাছে ফিরিয়ে দেয়াও সম্ভব নয়।

উল্লেখ্য, এবছর এসএসসি ও এইচএসসি বা সমমান পরীক্ষায় চতুর্থ বিষয় ব্যাতীত সমষ্টিগতভাবে কমপক্ষে জিপিএ ৯.০০ প্রাপ্ত শিক্ষার্থীরা বাকৃবির ভর্তি পরীক্ষার জন্য আবেদন করতে পারবেন উল্লেখ করে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।অনলাইনে প্রায় ২৫ হাজারের অধিক শিক্ষার্থী আবেদন করেছেন এবং আবেদনকারী সকল শিক্ষার্থীদের ৭০০ টাকা করে আবেদন ফি প্রদান করতে হয়েছে।

শাহীন সরদার/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।