প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে হাত ধোয়া দিবস পালিত

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০১:৫১ পিএম, ১৫ অক্টোবর ২০১৭

‘আমাদের হাত, আমাদের ভবিষ্যৎ’ স্লোগান নিয়ে প্রাণ-আরএফএল এর দুটি স্কুলে পালিত হয়েছে বিশ্ব হাত ধোয়া দিবস। রোববার দিবসটি উপলক্ষে অনুষ্ঠিত কর্মসূচিতে শিক্ষার্থীদের হাত ধোয়ার প্রয়োজনীয়তা এবং হাত ধোয়ার সঠিক নিয়ম শেখানো হয়।

pran

নরসিংদীর ঘোড়াশাল এবং হবিগঞ্জের অলিপুরে অবস্থিত প্রাণ-আরএফএল পাবলিক স্কুলের শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা এ কর্মসূচিতে অংশগ্রহণ করেন। দিবসটি উপলক্ষে স্কুল দুটিতে হাত ধোয়া ও স্বাস্থ্য সচেতনতামূলক চিত্রাঙ্কন, রচনা প্রতিযোগিতা ও নাটকের আয়োজন করা হয়।

pran

পরে এ প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়। গাজীপুর আরএফএল শিল্প পার্কের জ্যেষ্ঠ মহাব্যবস্থাপক শামসুল আলম, নরসিংদী প্রাণ শিল্প পার্কের মহাব্যবস্থাপক মো. মোস্তাক চৌধুরী, প্রাণের হবিগঞ্জ শিল্প পার্কের মহাব্যবস্থাপক হাসান মো. মঞ্জুরুল হক, প্রাণ-আরএফএল পাবলিক স্কুলের মানবসম্পদ বিভাগের প্রধান ফারুক হোসাইন এবং দুটি প্রতিষ্ঠানের শিক্ষকরা উপস্থিত ছিলেন।

pran

এ কর্মসূচিতে পৃষ্ঠপোষকতায় ছিল হ্যান্ডওয়াশ ব্র্যান্ড ‘ব্লিস’।

এমআরএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।